Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে এমপির অফিসে আগুন, মেয়রের বাসভবনে হামলা

চট্টগ্রামে এমপির অফিসে আগুন, মেয়রের বাসভবনে হামলা ছবি সংগৃহীত
চট্টগ্রাম-১০ আসনের এমপি মো. মহিউদ্দিন বাচ্চুর নগরীর লালখান বাজার কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় দুটি পৃথক ঘটনায় চট্টগ্রাম নগরীতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুপুর থেকে নগরের নিউমার্কেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে লালখান বাজারের এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা চালায় তারা। এ সময় তারা সেখানে থাকা আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।

একইভাবে আরেকটি মিছিল নিয়ে মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সবশেষে মিছিল থেকে বের হয়ে একটি অংশ মেয়র রেজাউলের বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়র রেজাউলের বাড়ির নামফলক ও প্রবেশ গেটটি ভাঙচুর করে তারা।

অপরদিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তা ছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর সহকারী রাহুল দাশ বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। মেয়র গলির সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। সে মিছিল থেকে বের হয়ে কিছু লোক এ হামলা চালিয়েছে। জামায়াত-শিবিরের মদদে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এসব বিষয়ে খবর পেয়েছি। হামলায় কে বা কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স