Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

আন্দোলনকারীদের উদ্দেশে আরও এক বার্তা মাহমুদউল্লাহর

আন্দোলনকারীদের উদ্দেশে আরও এক বার্তা মাহমুদউল্লাহর


চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় সারাদেশে অস্থিরতা বিরাজমান। এই আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। এমন পরিস্থিতিতে নিজেকে সরিয়ে রাখতে পারেননি দেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ১৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্ট করেছিলেন এই ক্রিকেটার। দীর্ঘ দিন পেরোলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও একটি পোস্ট করেছেন তিনি।

৩ জুলাই (শনিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রিয়াদ লিখেছেন, আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।

এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম।বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।

এদিনে দুপুরে শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচারের দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা।

ঠিকানা/এএস 

 

কমেন্ট বক্স