Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

দেশের মাটিতেই সমাহিত শাফিন আহমেদ

দেশের মাটিতেই সমাহিত শাফিন আহমেদ





 
প্রিয় দেশের মাটিতেই সমাহিত হলেন  বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ব্যান্ডতারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রে তার আকস্মিক মৃত্যুতে ভক্ত ও স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। দীর্ঘদিনের সঙ্গী শিল্পীরা তার এ রকম হঠাৎ চলে যাওয়ায় ব্যথিত হয়েছেন। ব্যান্ড দল মাইলসের এই তারকা গত ২৪ জুলাই সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান।
জানা গেছে, গত ২০ জুলাই তার ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ জুলাইয়ের ৯ তারিখে যুক্তরাষ্ট্রে আসেন। সেখানে কনসার্ট করেন তিনি। 
উল্লেখ্য যে, বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। মৃত্যুকালে শাফিন রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। 
এদিকে ব্যান্ডশিল্পী শাফিনের পপ্রথম জানাজা ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই বাদ জুমা ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে আয়োজিত জানাজার নামাজে অংশ নেন হাজারো মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। 
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরদেহ দেশে নিয়ে যান তার পরিবার। ২৯ জুন বিকাল ৫.৩০ মিনিটে তার লাশবাহী বিমান দেশে পৌঁছে। সেখান থেকে শিল্পীর বাসায় নেয়া হয় মরদেহ।
গত ৩০ জুলাই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার গুলশান আজাদ মসজিদে বাদ জোহর। এতে বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। এরপর বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্তর কবরে তার দাফন কর হয়। পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।
এর আগে শাফিন আহমেদকে আনতে যুক্তরাষ্ট্রে আসার কথা ছিল বড় ভাই হামিনের। কিন্তু শাফিনের দাফন, কবরস্থানের জায়গা নিশ্চিত করাসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশেই থাকতে হয়েছে তাকে।  
শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ গণমাধ্যমকে বলেন, বাবার প্রথম জানাজা ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। 
এদিকে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।
শাফিন আহমেদের মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজবো তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলবো না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’। 
 

কমেন্ট বক্স