কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার।
গত ২৯ জুলাই সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশে সহিংসতা বন্ধে সহযোগিতা চেয়ে এ স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে। মহাসচিবের পক্ষে তার কর্মকর্তা আদিত্য অধিকারী এই স্মারকলিপি গ্রহণ করেন।
আদিত্য অধিকারী জানান, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের গভীর পর্যবেক্ষণ রয়েছে। আমরা সবাই সবসময় বাংলাদেশের সঙ্গে নানা ইস্যুতে কাজ করছি। সে আলোকে এই স্মারকলিপির ব্যাপারেও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক মাহবুবুর রহমান টুকু এবং বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটেরান্সের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।
এদিকে বাংলাদেশে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গত ২৪ জুলাই বুধবার বিকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসান। আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং জামায়াতকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। অন্যদিকে কোটা আন্দোলনের নামে জামায়াত-বিএনপি বাংলাদেশে তাণ্ডব ও দেশজুড়ে নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে তার প্রমাণসহ স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের অফিসার সিয়েরা দেহম্যান্ড-এর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এসময় সেখানে নেতাদের মধ্যে আরো ছিলেন কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, যুবলীগের সাবেক নেতা এএসইএম আলী খবির চাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, শ্রম সম্পাদক আশ্রাব উদ্দিন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুন্নবী বাকি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিবলী সাদেক শিবলু, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ, হৃদয় মাহমুদ, সঞ্জিত হোসেন, মেসবাহ জাভেদ পরশ প্রমুখ।