Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
একটি খারাপ সিদ্ধান্ত : ডা. জিয়াউদ্দিন

যুক্তরাষ্ট্র আ’লীগ থেকে বহিষ্কার আইরিন পারভীন

যুক্তরাষ্ট্র আ’লীগ থেকে বহিষ্কার আইরিন পারভীন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ থেকে আইরীন পারভীনকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশে পুলিশ ও র‌্যাব কর্তৃক নির্মমভাবে ছাত্রহত্যার ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
গত ২৪ জুলাই বুধবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলারে জন্য ৪৭-এর ক ধারা অনুযায়ী আইরিন পারভীনকে বরখাস্ত করা হয়েছে। 
চিঠিতে উল্লেখ করা হয়েছে- কিছুদিন পূর্বে একটি ইলেকট্রনিক মিডিয়ায় আইরিন পারভীন একটি বক্তব্য দিয়েছেন, যা সংগঠনের রীতি ও গঠনতন্ত্র পরিপন্থি। এতে দলীয় গঠনতন্ত্রকে অমর্যাদা এবং সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন হয়েছে। 
এর আগে বাংলাদেশে তরুণ শিক্ষার্থীরা গুলিতে নিহত হবার পর আইরিন পারভীন পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। নিউইয়র্কের একটি টিভি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করবেন এমন মন্তব্য করেন। 
অনুষ্ঠানে আইরিন পারভিন ‘রাজাকার’ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে দোষারোপ করে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলেন আমরা বাবা আলহাজ ফৈয়াজ আলী। আমি সংগঠনের শুরু থেকেই জড়িত। তাই আমরা ভালোবেসেই বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ করি, কোন স্বার্থে নয়। 
এদিকে আইরিন পারভীনকে বহিস্কারকে ‘একটি খারাপ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ। মিডিয়া ফ্রেন্ডস নামে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের একটি হোয়াটসআপ গ্রুপে তিনি এই মন্তব্য করেন। 
ডা. জিয়াউদ্দিন বলেন, একজন নারী ও মা হিসাবে তার মন খারাপ এবং মানসিক বিপর্যয় হতেই পারে। আইরিন পারভীনের বাবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। সমস্ত জীবন তিনি ও তার পরিবারের দলের জন্য আত্মত্যাগ এইভাবে মুছে দেওয়া ঠিক নয়। দলের নীতি অনেক সময় মানবতার জন্য সম্মান দেখাতে হয়।  ডা. জিয়াউদ্দিন উল্লেখ করেন- বাংলাদেশে ইলেকশন নিয়ে বহু বিদ্রোহী নেতাকে বহিস্কার করে আবার দলে টানা হয়।  প্রধানমন্ত্রীর এই সব দলের নেতাদের জন্য মমতা ও সম্মান দেওয়া থেকে অনেক কিছু শেখার আছে।  জানিনা এই দুঃসময় নিজেদের মধ্যে বিভেদে কার লাভ হবে। আশা করি বিভেদ বাড়ানোর জন্য আর কিছু না ঘটে। ডা. জিয়াউদ্দিন আহমেদের মন্তব্য প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসান বলেন, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেউ নন।

কমেন্ট বক্স