Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


গল টেস্টে ৪ উইকেটের জয় পেল পাকিস্তান

গল টেস্টে ৪ উইকেটের জয় পেল পাকিস্তান গল টেস্টে জয় নিশ্চিত হওয়ার পর হাসিমুখে মাঠ ছাড়ছেন ইমাম–সালমান। ছবি : ক্রিকইনফো



 
সৌদ শাকিলের ডাবল সেঞ্চুরিতে যখন পাকিস্তান প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায়, তখনই বোঝা গিয়েছিল গল টেস্টে জিতবে তারা। তবে বুধবার ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসলে একটু চাপে পড়ে যায় পাকিস্তান।

শ্রীলঙ্কা চাপ বাড়ালেও আজ বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে দেওয়ার মতো তেমন কিছু করতে পারেনি।  ইমাম-উল-হক সেই সুযোগ নিয়ে অপরাজিত ফিফটি করে পাকিস্তানকে ম্যাচ জেতান ৪ উইকেটে। এই জয়ে একটি রেকর্ড গড়েছে পাকিস্তান। গলে সফরকারী দল হিসেবে সর্বোচ্চ জয় পেয়েছে তারা। এ নিয়ে ৪ টেস্টে জয় পেল পাকিস্তান। আর শ্রীলঙ্কার মাটিতে এটি তাদের ষষ্ঠ জয়।

শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮৩ রান। হাতে ছিল ৭ উইকেট। বাবর আজমকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরবোর্ডে ৩১ রান যোগ করান ইমাম। অধিনায়ক বাবর ব্যক্তিগত ২৪ রানে ফিরে গেলে দুজনের চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি ভাঙে। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে অবশ্য দিনের শুরুটা বাউন্ডারি মেরে শুরু করেছিলেন বাবর। পাকিস্তানের অধিনায়ককে আউট করেন প্রবাথ জয়াসুরিয়া।

বাবর ফেরার পর পঞ্চম উইকেটে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন ইমাম। এবার জুটি গড়তে সঙ্গী পান প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রান করা শাকিলকে। দুজনের ৪৩ রানের জুটিতে শ্রীলঙ্কার ম্যাচে ফেরার আশা নিশ্চিহ্ন হয়ে যায়। দলের জয় যখন ৯ রান দূরে, ঠিক তখনই ৩০ রানে আউট হন শাকিল। ব্যাটিংয়ে নেমে ১ রানে দ্রুত ফিরে যান উইকেটরক্ষক ব্যাটার সরফরাজও।

তবে সতীর্থরা আসা-যাওয়া করলেও নিশ্চল থাকেন ওপেনিংয়ে নামা ইমাম। বাকি কাজটুকু তিনি আগা সালমানের সঙ্গে শেষ করেন। কাঁটায় কাঁটায় ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর প্রথম বলেই ৬ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সালমান। এতে করে প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পায় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সেরা বোলার জয়াসুরিয়া ৪ উইকেট নেন ৫৬ রানে। দুই ইনিংস মিলিয়ে ২৩৮ রানে ম্যাচসেরা হয়েছেন প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে শ্রীলঙ্কায় ডাবল সেঞ্চুরি করা শাকিল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স