Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

দেশে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়াল সোনার ভরি

দেশে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়াল সোনার ভরি ছবি সংগৃহীত
দেশে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়েছে সোনার ভরি। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭৭৭ টাকা।

সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে। তাতেই লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার ভরি। এতে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়াবে ১ লাখ ৭৭৭ টাকা (ভরি)। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০ জুলাই বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স