Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

কাদের মোল্লার ছেলে হাসান গ্রেপ্তার

কাদের মোল্লার ছেলে হাসান গ্রেপ্তার প্রতীকী ছবি



 
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় হাসান মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও শিবিরের নাশকতাকারী চক্র হাতিরঝিল থানার উলন দাসপাড়া শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দির সংলগ্ন রাস্তার ওপর পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স