Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার। ছবি : সংগৃহীত





 
ভারতকে কাঁদিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ২৮ জুলাই (রবিবার) ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা।

ভারতের দেয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় বিশ্বি গুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দারুণ জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হরশিথা সামারাউইকরামা। এই দুই জনের ব্যাট থেকে আসে ৮৭ রান। 

৪৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দীপ্তি শর্মার করা দ্বাদশ ওভারের শেষ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আতাপাত্তু। তিনি আউট হওয়ার পর হরশিতা ও কাবিশা দিলহারি ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। হরশিতা ৬৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ৮ বল আগে দলকে জেতান কাভিশা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স