Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জিতল বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জিতল বাংলাদেশ ছবি সংগৃহীত
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতে বাংলাদেশের নারী ফুটবলাররা। ৫-১ গোলের বড় জয়ে আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচে নামেন সাবিনারা। এই ম্যাচেও আধিপত্য ধরে রেখে ভুটানকে ৪-২ গোলে হারিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

শনিবার (২৭ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অবশ্য শুরুতেই দুই গোল হজম করে বাংলাদেশ। সেই দুই গোল অবশ্য বাংলাদেশের জয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।

ম্যাচের ১৫ মিনিটে ভুটানের ডেকি লাজোম প্রথমে গোল করে ভুটানকে লিড দেন। এর ৭ মিনিট পরই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এই গোলটিও করেন লাজোম। এরপর বাংলাদেশ ম্যাচে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে।

বাংলাদেশ প্রথম জালের দেখা পায় ৩৫ মিনিটে। ডি বক্সের সামনে বল পেয়ে অধিনায়ক সাবিনা ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন। ৪০ মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। মোছাম্মত সাগরিকা বাঁ পায়ের শটে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। ৬২ মিনিটে ঋতুপর্ণা চাকমার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। ৮৬ মিনিটে আরও একটি গোল করে তারা। ফলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স