Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা

৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা ফাইল ছবি


দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় অফিসের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৭ জুলাই (শনিবার) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে। ব্যাংক ও আদালত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, এই তিন দিন সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল তিনটা পর্যন্ত।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে সরকার বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে কারফিউ জারি করে।

সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স