Thikana News
১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
কোটা সংস্কার আন্দোলন

তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নেওয়ার অভিযোগ

তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নেওয়ার অভিযোগ ছবি সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তারা হলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এ ছাড়া নাহিদ ইসলামের স্ত্রীকেও তুলে নেওয়া হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যান বলে জানিয়েছেন আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

তিনি বলেন, তিন সমন্বয়ক এবং নাহিদ ইসলামের স্ত্রীকে হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে গেছে। আমরাও আতঙ্কে আছি। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানোর চেষ্টা করছি।

এর আগে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং সহ-সমন্বক রিফাত রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিলেন আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পরে তাদের খোঁজ মেলে এবং হাসপাতালে চিকিৎসা নেন। এবার হাসপাতাল থেকেই তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলে সংগঠনটি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স