Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

গুলি কেন করতে হলো, চঞ্চল চৌধুরীর প্রশ্ন

গুলি কেন করতে হলো, চঞ্চল চৌধুরীর প্রশ্ন


কোটা সংস্কার আন্দোলনে কয়েক দিন ধরে উত্তপ্ত সারা দেশ। যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একের পর এক সংঘর্ষও হচ্ছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারাকারাও বিস্মিত। তারাও এর দ্রুত সমাধান চান। সেই তালিকায় রয়েছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি জানান, পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন। সেখানে বসে এই কদিন বাংলাদেশের নিউজগুলো দেখে হতবাক এবং শোকাহত তিনি। অভিনেতা পোস্টে বিস্ময় প্রকাশ করে লিখেন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লিখেন, আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক! তার এই পোস্টে সমর্থন জানিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স