থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিলাসবহুল গ্র্যান্ড হায়াত হোটেলে ছয়জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতরা সবাই ভিয়েতনামের বংশোদ্ভূত বলে জানিয়েছেন থাই সরকারের একজন মুখপাত্র। খবর বিবিসির। তবে তাদের মধ্যে কেউ কেউ ভিয়েতনামের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রয়েছেন।
স্থানীয় মিডিয়া প্রাথমিকভাবে জানিয়েছিল যে পাঁচ তারকা গ্র্যান্ড হায়াত হোটেলটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে বলেছে যে গুলি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।
পরে স্থানীয় মিডিয়া জানায়, নিহতদের বিষ প্রয়োগ করা হতে পারে। তবে এই তথ্য নিশ্চিত করা হয়নি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন, মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন তিনি চান না যে এই ঘটনা দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করুক এবং পর্যটনে প্রভাব ফেলুক।
তিনি বলেন, পুলিশ সন্দেহ করছে নিহত ব্যক্তিরা গত ২৪ ঘন্টার মধ্যে মারা গেছেন এবং তারা কিছু খেয়েছেন কিনা তা ময়নাতদন্ত করা হলে জানা যাবে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
এদিকে সংবাদমাধ্যম পিবিএস রিপোর্ট করেছে সেখানে ধ্বস্তাধ্বস্তির কোন চিহ্ন ছিল না। তবে ঘটনাস্থলে চা এবং কফির কাপ পাওয়া গেছে।
হোটেল কর্মীদের ফোন কল পেয়ে স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে পুলিশ হোটেলে আসে।
ঠিকানা/এএস