Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

গাজার ক্যান্সার হাসপাতালটি এখন ইসরাইলের সামরিক ঘাঁটি!

গাজার ক্যান্সার হাসপাতালটি এখন ইসরাইলের সামরিক ঘাঁটি!
গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা এবং হাসপাতালটির ক্ষতি করার জন্য ইসরাইলি সেনাবাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। হাসপাতালটি তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। ১৬ জুলাই (মঙ্গলাবার) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে এই হাসপাতালটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে ইসরাইল।  
 
১৬ জুলাই (মঙ্গলবার) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে ইসরাইলি সেনাবাহিনীর অবস্থান আবারও প্রমাণ করেছে, তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন করেছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের হাসপাতালটিকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা এবং হাসপাতালটির ক্ষতি করার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের নিঃস্ব করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে ইসরাইল।
 
গাজায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য এটি একমাত্র হাসপাতাল।

তুরস্ক এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে কাজ চালিয়ে যাবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স