Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

নেপালে বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধারের আশা কম, নিখোঁজ ৫৫

নেপালে বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধারের আশা কম, নিখোঁজ ৫৫ প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ভেসে যায় যাত্রীবাহী দুই বাস। ছবি: সংগৃহীত


নেপালে গত সপ্তাহে ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ১২ জুলাই (শুক্রবার) ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস নদীতে ভেসে গেলে ৫৫ জন নিখোঁজ হন। ১৫ জুলাই (সোমবার) কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দুর্ঘটনার ৭২ ঘণ্টা পর সোমবার ভোরে কয়েকশ নিরাপত্তা কর্মী তল্লাশি অভিযান শুরু করেন। বাস দুটিতে অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন।
 
রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় ঘটে এই দুর্ঘটনা। এখন পর্যন্ত উদ্ধারকারীরা সাতজনের মৃতদেহ খুঁজে পেয়েছে। 

চিতওয়ান জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভেশ রাজ রিজাল বলেন, ‘জীবিতদের খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখন মরদেহ উদ্ধারের চেষ্টা করছি।’
 
সরকারি কর্মকর্তা খিমানন্দ ভূসাল জানান, ঘটনাস্থলে জড়ো হওয়া নিখোঁজদের স্বজনেরা তাদের প্রিয়জনদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন। তারা আমাদেরকে অন্তত মৃতদেহ খুঁজে বের করার জন্য অনুরোধ করছেন। এখানকার দৃশ্য খুবই করুণ।
 
প্রবল মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নেপালে জুনের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
 
ভূমিধসের পর, সরকার প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসসহ সেসব জায়গায় রাতে বাস চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স