Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আহত ট্রাম্পকে সহানুভূতি জানালেন শি জিনপিং

আহত ট্রাম্পকে সহানুভূতি জানালেন শি জিনপিং ছবি : সংগৃহীত


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় সময় ১৩ জুলাই (শনিবার) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস নামের এক ব্যক্তি। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মারা যান ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী ম্যাথিউ।

প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রনেতারা।
 
এরই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বেইজিং উদ্বিগ্ন। আর প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি সহানুভূতি জানিয়েছেন।’
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
 
ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোন জায়গা নেই।’

এছাড়াও এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন স্পিকার মাইক জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে। সূত্র: আলজাজিরা, সিনহুয়া

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স