Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

রাষ্ট্রপতিকে কোটাবিরোধী শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান  

রাষ্ট্রপতিকে কোটাবিরোধী শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান  
কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদলের কাছ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব স্মারকলিপি গ্রহণ করেন। আজ ১৪ জুলাই (রবিবার) বিকেল ৩টার দিকে তারা এ স্মারকলিপি জমা দেন। 

এর আগে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রতিনিধিদলে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরান নিসা।

দুপুরে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে আটকে দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যায় শিক্ষার্থীদের একাংশ। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। 

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হওয়া কোটাবিরোধীদের পদযাত্রাটি শিক্ষাভবন মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তবে, আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনের আব্দুল গনি রোডে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা যাতে এগোতে না পারেন সেজন্য রাজধানীর জিরো পয়েন্টেও ব্যারিকেড দেয় পুলিশ। শিক্ষার্থীরা গিয়ে সেখানে বসে পড়েন। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন কোটাবিরোধীরা।
 
পুলিশ নানাভাবে বাধা দিলেও কোটাবিরোধীদের পদযাত্রা থেমে থাকেনি। শেষমেশ বিভিন্ন স্লোগানে মুখরিত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছেন। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 
সারা দেশে এ কর্মসূচি পালন করছেন কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পদযাত্রা শেষে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স