Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

কত মিটার দূর থেকে ট্রাম্পের ওপর চালানো হয় গুলি, জানালো সিএনএন 

কত মিটার দূর থেকে ট্রাম্পের ওপর চালানো হয় গুলি, জানালো সিএনএন  সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারী। ছবি সংগৃহীত


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে ১২০ থেকে ১৫০ মিটার দূরে অবস্থান করেছিল সন্দেহভাজন বন্দুকধারী। এই দূরত্ব থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজনকারী। দুইজন ব্যক্তির ভৌগলিক অবস্থান বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য জানিয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, সমাবেশের বাইরে এক ভবনের ছাদে অবস্থান করেছিল ওই বন্দুকধারী।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। 

এফবিআই জানিয়েছে, ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা।

এক বিবৃতিতে এফবিআই বলেছে, পেনসিলভানিয়ার বাটলারে ১৩ জুলাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টাকারীকে চিহ্নিত করেছে এফবিআই। তিনি বেথাল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস। 

তবে হামলাকারী কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে- এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই। তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স