Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে ইলন মাস্কের অনুদান

ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে ইলন মাস্কের অনুদান ছবি সংগৃহীত


ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অনুদান দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তিনি শুরু থেকেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সমালোচক। বিভিন্ন সময়ে তিনি বাইডেনের কার্যক্রমের সমালোচনা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

তিনি কত অর্থ অনুদান দিয়েছেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক অর্থ গ্রহণ করতে পারে। তা ছাড়া ডোনারদের ব্যাপারে আগামী ১৫ জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে।

চলতি বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কসহ অন্যান্য বড় বড় ডোনারদের সঙ্গে দেখা করেন। জানা গেছে, আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে মার্চে এক টুইট পোস্টে ইলন মাস্ক জানিয়েছিলেন, আমি কোনো প্রার্থীকে অনুদান দিচ্ছি না। ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতার অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স