Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

গাজায় মরদেহ খাচ্ছে কুকুর, ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি মরদেহ উদ্ধার

গাজায় মরদেহ খাচ্ছে কুকুর, ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত


গাজা শহরের কয়েকটি এলাকায় অভিযানের নামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির তাল আল-হাওয়া এবং এর আশপাশের এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু মরদেহ খেয়ে ফেলেছে কুকুর। ফিলিস্তিনি উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, তাল আল-হাওয়া এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর সেখানে বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করতে গাজার জরুরি পরিষেবার কর্মীরা এগিয়ে আসেন। সিভিল ডিফেন্সের দলগুলো ধ্বংসস্তূপের নিচে বহু লোকের মরদেহ খুঁজে পায়, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গতকাল ১২ জুলাই (শুক্রবার) গাজার সিভেল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, কিছু মরদেহ কুকুর খেয়ে ফেলেছে। অন্তত ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি মরদেহ ওই এলাকায় কবর দেওয়া হয় এবং বাকিগুলো নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

মাহমুদ বাসাল আরও বলেন, ‘অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে। ইসরায়েলি সেনারা কাছাকাছি অবস্থান করায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।’

গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর তাল আল-হাওয়া এলাকায় অভিযান চালায় তারা।

গাজা শহরের শুজাইয়া এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানেও বেশ কয়েকজনের মরদেহের সন্ধান মিলে। গত বৃহস্পতিবার মাহমুদ বাসাল বলেছিলেন, সিভিলি ডিফেন্সের দলগুলো ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। শুজাইয়া এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা ফিরে যাওয়ার সময়ও আশপাশের বাসিন্দাদের ওপর গুলি চালিয়েছে।

যুদ্ধের আগে এক চতুর্থাংশেরও বেশি বাসিন্দার আবাসস্থল ছিল গাজা শহর। ২০২৩ সালের শেষের দিক থেকে ক্রমাগত হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ইসরায়েল নতুন করে গাজা শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার আগেও কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের বাড়িতে ফিরে এসেছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স