Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সাবিনা ইয়াসমিনের সুরের  মূর্ছনায় মুগ্ধ দর্শক-শ্রোতা 

সাবিনা ইয়াসমিনের সুরের  মূর্ছনায় মুগ্ধ দর্শক-শ্রোতা 
হারানো দিনের জনপ্রিয় গানে সকল বয়সী দর্শক-শ্রোতাকে মাতালেন সাবিনা ইয়াসমিন। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পীর পুরো অনুষ্ঠানজুড়ে ছিল পিনপতন নিরবতা এবং  গানের শেষে ঝলসে ওঠার করতালি। গানের সাগরে বিদগ্ধ প্রবাসীদের ভাসিয়ে নেয়ার এ আসর বসেছিল গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে।
সাবিনা ইয়াসমিনের এই একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল ‘পিজি গ্রুপ’। দেশের গান দিয়ে শুরু করে সিনেমায় গাওয়া তার সবচেয়ে জনপ্রিয় গানগুলো পরিবেশনের আগে গীতিকার, সুরকারের নামোল্লেখ করেন সাবিনা। ইতিমধ্যেই যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা অসুস্থ-তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সাবিনা মঞ্চে আসার আগে এ আয়োজনের মূল সংস্থা ‘পিজি গ্রুপ’র চেয়ারওম্যান শুভ্রা দত্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঙালিদের সবচেয়ে প্রিয় এই শিল্পীর আয়োজনকে সর্বাত্মকভাবে সাফলমন্ডিত করতে যাবতীয় সহযোগিতার জন্যে। উল্লেখ্য, পুরো মিলনায়তনে তিল ধারনের ঠাঁই ছিল না শুরু থেকে শেষাবধি। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা। গানের শেষে সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পিজি গ্রুপের সিইও পার্থ গুপ্ত। এসময় উপস্থিত সকলে দাঁড়িয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান। বছরখানেক আগে সাবিনা ইয়াসমিন আরেকবার এসেছিলেন নিউইয়র্কে। শিল্পীর গানের সাথে যন্ত্রে সঙ্গত করেন-পার্থ গুপ্ত (কীবোর্ড), দেবু চৌধুরী (তবলা), রিচার্ড (ড্রাম), মাহফুজ (বেস গিটার), জোহান (গিটার) এবং রাকেশ ব্যানার্জি (অক্টোপ্যাড)। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর দেয়া ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে শুরু করে একে একে সাবিনা গেয়েছেন ‘আমি রজনীগন্ধ্যা ফুলের মত’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো’, ‘কী করে বলিগো আমি’, ‘অশ্রুদিয়ে লেখা’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, ‘প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে’, ‘তুমি চোখের আড়াল হও-কাছে কিংবা দূরে রও’ ইত্যাদি ডজন দুয়েক গান।
আয়োজক পিজি গ্রুপের প্রধান পার্থ গুপ্ত জানান, স্বল্প মূল্যে টিকেট বিক্রি করেছি। টিকেটের মূল্য রাখা হয়েছিল ২০, ৩০, ৫০ ও ১০০ ডলার করে। এর ফলে সকল শ্রেণী-পেশার প্রবাসীরা দারুণ উপভোগ করেছেন কিংবদন্তি এই শিল্পীর গান। 
গান পরিবেশনের আগে সাবিনা ইয়াসমিন প্রতিটি গানের গীতিকার ও সুরকারের নাম উল্লেখসহ সেইসব গান তৈরির প্রেক্ষাপট তুলে ধরেন প্রবাসী দর্শকদের কাছে। গানের জন্য দেশবরেণ্য এ শিল্পী বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন ইত্যাদি। এছাড়া ভারত, পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের ‘উল্কা’ নামের সিনেমাতে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান সহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
 

কমেন্ট বক্স