Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

৬০০ উইকেটের এলিট গ্রুপে ব্রড

৬০০ উইকেটের এলিট গ্রুপে ব্রড ছবি সংগৃহীত
টেস্টে ৬০০ উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন স্টুয়ার্ট ব্রড। এই ফাস্ট বোলার ৫৯৮ উইকেট নিয়ে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরু করে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পরে ট্রাভিস হেডকে আউট করে এই অনন্য তালিকায় নাম লেখালেন। তালিকায় জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার ব্রড।

এই এলিট গ্রুপে সবার আগে ৮০০ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে আছেন প্রয়াত শেন ওয়ার্ন। ব্রড সতীর্থ জেমস অ্যান্ডারসনের শিকার ৬৮৮। এরপর আছেন আরেকজন স্পিনার, ভারতের অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে।

ল্যান্ডমার্কে পৌঁছাতে ১৬৬ টেস্ট লাগল ব্রডের। অ্যান্ডারসনের লেগেছিল ১৫৬ টেস্ট। সবচেয়ে কম ১০১ টেস্ট খেলে ৬০০ উইকেট পেয়েছিলেন মুরালিধরন।

২০০৭ সালে কলম্বোয় অভিষেক টেস্টে শ্রীলঙ্কার চামিন্দা ভাসকে আউট করে প্রথম উইকেট পেয়েছিলেন ব্রড। তার ইনিংস সেরা বোলিং ১৫ রানে ৮ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে ট্রেন্টব্রিজ টেস্টে। ম্যাচসেরা ১১/১২১ শিকারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে, ডারহাম টেস্টে। ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন ২০ বার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স