ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি এই দপ্তরের আর্থিক তত্ত্বাবধায়কেরও দায়িত্ব পালন করবেন। ৯ জুলাই (মঙ্গলবার) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
গত সপ্তাহে ব্রিটেনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড জয় পায় লেবার পার্টি। ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার।
এ দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক। তিনি ২০২১ সাল থেকে লেবার পার্টির হয়ে আর্থিক সেবা শিল্পের নীতি বাস্তবায়নে কাজ করেছেন।
এদিকে নগরমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকে নিয়োগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার।
ঠিকানা/এএস