Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ১৪ জুলাই

নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ১৪ জুলাই



 
বিশ্বের ১৫টি দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে আগামী ১৪ জুলাই রোববার নিউইয়র্কে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান। বেঙ্গলি ক্লাব ইউএসএ এই উৎসবের আয়োজক। 
২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, লোকসংস্কৃতি ও সঙ্গীত সকল দেশ কালের শেকড়ের সন্ধান দিয়ে থাকে। শেকড়হীন যেমন গাছ বাঁচে না, তেমনই লোক সংস্কৃতি ও সঙ্গীত ছাড়া একটি দেশ ও জাতি বাঁচতে পারে না। যার অর্থ দাড়ায় আত্মপরিচয় সংকটে ভুগতে ভুগতে শেকড়হীন নিয়ে জীবনাবসান ঘটে। সেই শেকড়ে ও আত্মপরিচয়ের সংকট মোচন করতে আগামী ১৪ রোববার বিশ্বের ১৫টি দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে তাদের দেশের  সংস্কৃতি ও শেকড়ের গান ও লোকসঙ্গীত নিয়ে বেঙ্গলি ক্লাব ইউএসএ’র আয়োজনে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে দ্বিতীয় বারের মত আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব-এর আয়োজন করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে আমেরিকা, বাংলাদেশ, নেপাল, উজবেকিস্তান, আজারবাইজান, ঘানা, গায়েনা, তুরস্ক, ভারত, জাপান, চীন, লন্ডন, থাইল্যন্ড, সাউথ আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার শিল্পীরা স্ব স্ব দেশের সংস্কৃতি তুলে ধরবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন। 
আয়োজকরা জানান, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে প্রথমবারের আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব নিউইয়র্ক-২০২৪ বিশ্বময় ছড়িয়ে দিতে, সাংবাদিক বন্ধুদের ভুমিকা অপরিসীম। এই লোকসংস্কৃতি ও সংঙ্গীত উৎসবে আপনার আগমন মহাউৎসবে পরিণত করবে বলে আমরা বিশ্বাস করি। 
বেঙ্গলি ক্লাব ইউএসএ’র সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের সদস্য সচিব ইন্দ্রজিৎ সরকারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেঙ্গলি ক্লাব ইউএসএ’র প্রেসিডেন্ট দীনেশ মজুমদার, উৎসবের আহ্বায়ক সুশীল সিনহা, ডা. রুমা চৌধুরী, সবিতা দাস, সমনাথ ঘিমারে, দীলিপ থামকাপান ড্রমুখ। 
এছাড়া সংবাদ সম্মেলনে আটটি দেশের লোকসঙ্গীত শিল্পী এবং বেঙ্গলি ক্লাব ইউএসএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

কমেন্ট বক্স