Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

উৎপাদনে ফিরেছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে সরবরাহ শুরু

উৎপাদনে ফিরেছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে সরবরাহ শুরু
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা প্রথম ইউনিটটি ফের চালু হয়েছে৷ ২ জুলাই (মঙ্গলবার) কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে৷ রাত ৯টায় প্রথম ইউনিটে ৭৫৬ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিটে ৭৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়৷ এর আগে সোমবার ভোরে দ্বিতীয় ইউনিটটি চালু হয়।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন ধরে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। যেটি আজ মঙ্গলবার চালু হলো৷

কারিগরি ত্রুটির কারণে গত ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। ধীরে ধীরে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু গত শুক্রবার সকালে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। যা সোমবার চালু হয়৷

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স