Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

জুন মাসে রেমিট্যান্সে রেকর্ড, প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ

জুন মাসে রেমিট্যান্সে রেকর্ড, প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ
সদ্যবিদায়ী জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার। যা গত প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ১ জুলাই (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, জুন মাসে রেমিট্যান্স এসেছে ২.৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। আর সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩.৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে কুরবানি ঈদ থাকায় দেশের প্রবাসী আয় বেড়েছে। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। রেমিট্যান্স পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স