Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী



 
জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। ২৫ জুন মঙ্গলবার দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় ২৬ জুন বুধবার সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে শুরু হবে পুলিশ প্রধানদের সম্মেলন। বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বাংলাদেশ পুলিশের পক্ষে সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) কামরুল আহসানের। 
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ ঠিকানাকে জানান, বুধবার সকাল ১০টায় এবং বৃহস্পতিবার সকাল ১০টায় জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া ২৬ জুন বুধবার বিকালে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

কমেন্ট বক্স