Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি

সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি ছবি সংগৃহীত



 
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এই অভিযান পরিচালনা করা হবে। আজ বুধবার (২৬ জুন) ডিএনসিসির এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে।

অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, ‘অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো। দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছেন। ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।

সরেজমিন দেখা গেছে, খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন তিনি। আর খামারের সব ময়লা ফেলছেন খালের মধ্যে। তার খামারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে। সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে।

সাতমসজিদ হাউজিং অংশের রামচন্দ্রপুর খালের ওপর গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে সম্প্রতি চিঠি দিয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।

আসিফ আহমেদ বলেন, ‘এবার কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রোর খামারের সামনে অবৈধ হাট বসিয়েছিল। সিটি করপোরেশন থেকে বারবার নোটিশ দেওয়ার পরও ইমরান হোসেন কোনো কর্ণপাত করেনি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স