Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


বিয়ের পর প্রকাশ পেল সোনাক্ষী-জাহিরের আদুরে ছবি

বিয়ের পর প্রকাশ পেল সোনাক্ষী-জাহিরের আদুরে ছবি



 
বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। ২৩ জুন রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি শেয়ার করেছিলেন সোনাক্ষী। এরপর মঙ্গলবার সামনে এল নবদম্পতির বিয়ের ফটোশ্যুটের বেশকিছু আদুরে ছবি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর সোনাক্ষী-জাহির ফটোশ্যুট করেছেন শুধুই লাল-সাদার কম্বিনেশন। এসময় জাহিরের পরনে সাদা শ্যুট। আর সোনাক্ষীর পর লাল বেনারসি। 

ছবিতে দেখা যায়, নতুন বউ সোনাক্ষীর কপালে গাল ঠেকিয়ে তার হাত বুকের কাছে টেনে ধরেছেন জাহির। দীর্ঘ দিনের ভালোবাসাকে এভাবে কাছে পেয়ে পরম আবেশে জড়িছেন দুজন।

তারমধ্যে একটি ছবিতে জাহিরের কপালে চুম্বন এঁকে দিতে দেখা গেল সোনাক্ষীকে। আর একে অপরকে হাত মুষ্ঠিবদ্ধ করে ধরেছিলেন।
 
রিসেপশন লুকে সকলকে চমকে দেন সোনাক্ষী। লাল বেনারসি, সিঁথিতে চওড়া সিঁদুর আর হাতে আলতা লাগিয়ে সনাতন ধর্মীয় নববধূর চিরন্তন বেশে ধরা দেন সোনাক্ষী। 

২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন। ২০২২ সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স