Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

ফাইন্যান্সিয়াল প্যাকেজ পেতে শুরু করেছেন স্টুডেন্টরা

ফাইন্যান্সিয়াল প্যাকেজ পেতে শুরু করেছেন স্টুডেন্টরা
বহুল প্রতীক্ষার পর জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফাইন্যান্সিয়াল প্যাকেজ পেতে শুরু করেছেন স্টুডেন্টরা আগামী ২০২৪-২০২৫ শিক্ষা বছরের জন্য কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজ পেতে শুরু করেছেন স্টুডেন্টরা। চলতি সপ্তাহে এই প্যাকেজ পাঠানো শুরু করে বিভিন্ন কলেজের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগ। এত দিন ধরে স্টুডেন্টরা অপেক্ষা করছিলেন এই প্যাকেজ পাওয়ার জন্য। কারণ প্যাকেজ না পেলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন না, আগামীতে কোন কলেজ বা বিশ^বিদ্যালয়ে পড়তে যাবেন। এই প্যাকেজের মাধ্যমে এটাও ঠিক করবেন তার স্বপ্নের বিশ^বিদ্যালয়ে পড়তে যাবেন কি না। যারা আগে থেকে কলেজে বা বিশ^বিদ্যালয়ে পড়ছেন, তাদের নতুন করে কলেজ বাছাই করতে না হলেও তারাও হিসাব মিলিয়ে নিয়েছেন, আগামী শিক্ষা বছরের জন্য তাদের কত ডলার প্রয়োজন হবে।
যেসব স্টুডেন্ট ইতিমধ্যে প্যাকেজ পেয়েছেন, তারা অভিভাবকদের নিয়ে প্যাকেজ পর্যালোচনা করছেন। যারা তার পছন্দের কলেজে পড়তে চান, সেটির সঙ্গে তারা নেগোসিয়েশন করবেন। নেগোসিয়েশন করার পর পছন্দ হলে ও খরচের দিক থেকে মানানসই ও সহনীয় হলে অর্থাৎ অ্যাফোর্ড করতে পারলে সেই কলেজে যাবেন। আর যারা এখনো প্যাকেজ পাননি, তাদেরকে কলেজে যোগাযোগ করতে হবে। কোনো রিকয়ারমেন্ট থাকলে অথবা কোনো নথিপত্র দিতে হলে সেগুলো দিতে হবে। এই প্যাকেজ পাওয়ার বিষয়টি এবার দেরিতে হওয়ার কারণ, এবার ফাফসা ফর্মে (২০২৪-২০২৫ শিক্ষা বছরের জন্য) পরিবর্তন করা হয়েছে। এর আগে মার্চ-এপ্রিল মাসেই স্টুডেন্টরা প্যাকেজ পেতেন। মে মাসের ১ তারিখের মধ্যে এনরোলমেন্ট ফি জমা দিতে হতো। কিন্তু এবার প্যাকেজ পেতে দেরি হওয়ার কারণে এনরোলমেন্ট ফি বাড়াতে সময় বাড়ানো হয়েছে। ফলে এখন স্টুডেন্ট ও অভিভাবকেরা তাদের সিদ্ধান্ত নিতে পারবেন।

কমেন্ট বক্স