Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


জাহিদ মিন্টুকে নিয়ে প্যানেল নয়: রব

জাহিদ মিন্টুকে নিয়ে প্যানেল নয়: রব



 
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এবং সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম-আলী প্যানেলের অংশগ্রহণ প্রায় চূড়ান্ত। এই প্যানেলের সঙ্গে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্যানেল হিসাবে বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া ও বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর নেতৃত্বাধীন রব-মিন্টু প্যানেলের নাম শোনা যাচ্ছিল। এ সংক্রান্ত একটি খবর গত ১২ জুন বুধবার সাপ্তাহিক ঠিকানায় প্রকাশিত হয়। 

প্রকাশিত খবরের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া বলেছেন, তিনি জাহিদ মিন্টুর সঙ্গে নির্বাচন করবেন না। কারণ জাহিদ মিন্টু একই অঞ্চল বা জেলার মানুষ। তিনি প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ নয় বলেও দাবি করেন। 
এদিকে একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ রব মিয়া বক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকতে পারেন। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে সম্ভাব্য সভাপতি প্রার্থী হতে পারেন বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। তিনি পর পর দুই বার সাধারণ সম্পাদক নির্বাহিত হওয়ায় তৃতীয় বার একই পদে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। রুহুল আমিন সিদ্দিকী প্রার্থী হলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে জাহিদ মিন্টু অংশ নিচ্ছেন তা অনেকটা নিশ্চিত। তবে মোহাম্মদ রব মিয়া সভাপতি পদে পুনরায় নির্বাচন করতে আগ্রহী হলে রুহুল আমিন সিদ্দিকী সদস্য পদে নির্বাচন করবেন। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক প্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। 
নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সভাপতি পদে কে আসছেন এটা নিশ্চিত না হলেও জাহিদ মিন্টু যে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, এটা অনেকটাই নিশ্চিত। সবকিছু নির্ভর করছে এই প্যানেলের যারা চেঞ্জ মেকার, তাদের ওপর। 

 

কমেন্ট বক্স