Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

হিরো আলমের ওপর হামলায় আটক ৪, অভিযান চলছে: ডিএমপি

হিরো আলমের ওপর হামলায় আটক ৪, অভিযান চলছে: ডিএমপি


ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১৭ জুলাই এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে একদল যুবক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে। এতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।

‘এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।’

এর আগে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা হয়। বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স