Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক ছবি সংগৃহীত



 
রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেলস ভাইপারের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কৃষক। স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে রোগীর সঙ্গে সাপও হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সেটিকে বিষাক্ত রাসেলস ভাইপার বলে চিহ্নিত করেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ জুন) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলায়। সাপের কামড়ে আহত কৃষক মধু বিশ্বাস হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক জানান, এটি রাসেলস ভাইপার।’

পাংশা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, ‘রাসেলস ভাইপারের কামড়ে আহত এক কৃষককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলমান রয়েছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স