Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন রামাফোসা ছবি সংগৃহীত
দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা। তবে এবার তাকে জোট সরকার গড়তে হয়েছে। গত শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। খবর বিবিসি।

দক্ষিণ আফ্রিকায় গত মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ওই নির্বাচনের মধ্য দিয়েই ঠিক হয়ে যায়, দক্ষিণ আফ্রিকার রাজনীতি এবার জোট সরকারের আমলে পড়তে যাচ্ছে। রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স