নন-প্রফিট অর্গানাইজেশন ‘ভালো ইনক’ সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। নিউইয়র্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের আয়োজন করে সাফল্য দেখিয়েছে তারা। এ ছাড়া স্বল্প আয়ের মানুষকে বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বিশেষ করে ইফতারসামগ্রী, ঈদের দিনের খাবারের পণ্যসহ বিভিন্ন পণ্য বিতরণ করে থাকে। ‘ভালো’র উদ্যোগে সর্বশেষ ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন চলছে টি-টোয়েন্টি বিশ^কাপ। এই ইভেন্টের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউইয়র্কও আছে ভেন্যু হিসেবে। এ কারণেই প্লেয়াররা নিউইয়র্কে আসেন।
তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এসেছেন, তাদের অনেকেও নিউইয়র্কে এসেছেন। পাশাপাশি এই ইভেন্ট উপলক্ষে নিউইয়র্র্ক সফর করছেন বাংলাদেশি গণমাধ্যমের অনেক সাংবাদিক। তাদের সম্মানে একটি ডিনারের আয়োজন করে ‘ভালো’। অনুষ্ঠানের উদ্যোক্তা ‘ভালো ইনক’-এর উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ এবং ভালো ইনকের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহরিয়ার রহমান। তারা বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের নিমন্ত্রণ জানান এবং সেখানে তাদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি সাংবাদিকদের পাশাপাশি অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত ও কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৯ জুন রাতে জ্যামাইকার একটি রেস্টুরেন্টে আয়োজিত ডিনারে সাংবাদিকদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নিউইয়র্ক বাংলাদেশের সাংবাদিকেরা ‘ভালো’র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।