Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইসরাইলের নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ

ইসরাইলের নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ছবি : সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটিতে গত ১৫ জুলাই বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। বিচার ব্যবস্থার সংস্কারের প্রতিবাদে-তেল আবিব, হাইফা, অধিকৃত জেরুজালেম, বেইর আস-সাবাহ, রিশোন লেজিওন এবং হার্জলিয়াসহ ইসরাইলের বড় শহরগুলোতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। খবর : আল-জাজিরার।

২৮ সপ্তাহ ধরে দেশটিতে এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে। দিন দিন এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত কয়েক মাস ধরে অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে কয়েক ডজন শহরেরও নেতানিয়াহুর অতি-ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হচ্ছে।

বিক্ষুব্ধ ইসরাইলিরা নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং ইহুদিবাদী শাসকদের এ বিচার বিভাগীয় সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ইসরাইলি পত্রিকা হারেৎজ রবিবার এক প্রতিবেদনে লিখেছে, নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর চাপ সৃষ্টি করার জন্য ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

হারেৎজ আরও লিখেছে, বিক্ষোভকারীদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিক্ষোভের বৃত্ত সম্প্রসারিত করা, সেনাবাহিনীতে দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবকদের অনীহা বৃদ্ধি করা, বড় কোম্পানি এবং শ্রমিক সংগঠনের ওপর চাপ সৃষ্টি করা এবং আগামী সপ্তাহে বিচার বিভাগীয় সংস্কারের আইনী প্রক্রিয়া বাতিল করার লক্ষ্যে দখলকৃত অঞ্চলে ধর্মঘটের ডাক দেয়া।

তবে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয় তেলআবিবে, এসওএস লেখা বিশাল ব্যানার নিয়ে আন্দোলনকারীরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।


ঠিকানা/এম

কমেন্ট বক্স