Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

হজ করতে সৌদিতে ‘১৩০ বছর’ বয়সী নারী

হজ করতে সৌদিতে ‘১৩০ বছর’ বয়সী নারী





 
এবছর সৌদি আরবে হজ করতে এসেছেন অত্যন্ত প্রবীণ এক নারী। সারাহৌদা স্টিতি নামের ওই নারী আলজেরিয়া থেকে এসেছেন। তিনি নিজের বয়স ১৩০ বলে দাবি করেছেন। চলতি বছরের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। খবর গালফ নিউজের।

গত ১০ জুন জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সারাহৌদা স্টিতিকে সৌদির কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। আলজেরিয়ার হজ মিশনের কর্মকর্তারাও তাকে বরণ করে নেন।

সব সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা স্টিতির শারীরিক অবস্থা ভালো আছে। হজ পালনে তার দৃঢ় সংকল্প বিশ্বজুড়ে মানুষের কাছে একটি অনুপ্রেরণাদায়ক গল্প হয়ে উঠেছে।

সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়েছে। তাকে এই বছর সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে, বিশ্বের নানান প্রান্তের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে।

স্টিতি তাকে এবং তার সহযাত্রীদের জন্য উষ্ণ অভ্যর্থনা ও চমৎকার সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে দুঃখজনক ঘটনাও ঘটেছে। এ বছর হজ করতে আসা ইয়াহিয়া মোহাম্মদ রমজান নামে এক মিসরীয় শিশু মক্কায় মারা যায়। সে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ। এর আগে কাবায় ইহরামের পোশাকে ইয়াহিয়ার একটি ছবি পোস্ট করেছিলেন তার মা। এরপর সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছিল সে। তার মৃত্যুর খবরে মন ভেঙেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স