Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পদক পাওয়ায় দুই বাংলার প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দিয়েছে তরঙ্গ বিনোদন ইনক নামে একটি প্রতিষ্ঠান। গত ৯ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ‘আছো আকাশ পানে তুলে মাথা’ শিরোনামে এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ‘পণ্ডিত কিষাণ মহারাজ তাল তরঙ্গ ইনস্টিটিউট।
অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়াবিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম।
সংবর্ধনার জবাবে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এই সম্মান আমাদের সবার অর্জন। কারণ এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সম্মান জানানো হয়েছে। দ্বিতীয়ত রবীন্দ্রনাথের গানের গায়িকা হিসাবে আমাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে রবীন্দ্রনাথকেই সম্মান জানানো।’
এর আগে অনুষ্ঠান শুরু হয় তবলায় আবহ সঙ্গীতের মাধ্যমে। এতে তপন মোদকের নেতৃত্বে ‘তাল তরঙ্গ ইনস্টিটিউটের ১৫ শিশু-কিশোর বাদক অংশ নেন, যারা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাঙালি নতুন প্রজন্ম।
তারপর রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠিত ‘সুরের ধারা’র ৭ শিল্পী সমবেত কণ্ঠে পাঁচটি গান পরিবেশন করেন। এতে অংশ নেন সুপর্ণা বসু, মাহবুবা রহমান মিলু, ফারিহা আনোয়ার তুষি, ইলমা কায়সার, নামিরা নূজহাত, কাকলি মন্ডল ও পূর্বা মুখার্জি।
 

কমেন্ট বক্স