গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস নতুন অফার নিয়ে এখন বাজারে। নতুন অফার হিসেবে বিশেষ ঘোষণা দেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইনকের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দিন বশির। ৮ জুন জ্যাকসন হাইটস্থ অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি নতুন প্যাকেজও ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান উপলক্ষে তাদের ওয়েবসাইটে যারা সাইনআপ করবেন এবং সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এয়ার টিকিট পারচেজ করলে ৩০০ ডলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ ছাড়া থাকছে সকল আকর্ষণীয় পুরস্কার এয়ার টিকিট, ল্যাপটপ ও আইপ্যাড।
মোহাম্মদ বশির বলেন, আপনার ইতিমধ্যে জানেন, আমাদের প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রায় দীর্ঘ ১৫ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতে আপনাদের সেবা দিয়ে যাব। আমাদের এই ট্রাভেল এজেন্সি ব্যবসাকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আপনাদের সুবিধার্থে অনলাইন ট্রাভেল এজেন্সিতে কনভার্ট করেছি, যা আমাদের এই সেবাকে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি, যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। আমাদের অনলাইন ট্রাভেল এজেন্সি বা সংক্ষেপে ওটিএ (ঙঞঅ) এর নাম হচ্ছে িি.িমষড়নধষঃৎধাবষনফ.পড়স.
আমাদের এই ওটিএর মাধ্যমে বিশে^র যেকোনো প্রান্ত থেকে আপনার পছন্দের ফ্লাইট বুকিং করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড অথবা ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে। আমাদের এই ঙঞঅ এর মাধ্যমে বিশে^র সকল ধরনের এয়ারলাইন্সের টিকিট পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে।
আমাদের ওয়েবসাইটের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে অন্যান্য এজেন্সি, ওয়েবসাইট এবং এয়ারলাইন্স থেকে সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট। নিজের পছন্দমতো ফ্লাইট বুকিং করে নিজে টিকিট ইস্যু করার ক্ষমতা। হুইলচেয়ার এবং নিজের পছন্দমতো খাবার চয়েস করা। সাশ্রয়ী মূল্যে এক্সট্রা লাগেজ ক্রয় করা। নিজের টিকিট নিজে রিফান্ড অথবা ডেট চেঞ্জ করা এবং এর সঙ্গে থাকছে ২৪/৭ লাইভ কাস্টমার সাপোর্ট।
তিনি আরও বলেন, আমাদের অনেকগুলো সেবা রয়েছে। আমাদের সেবাসমূহ হলো যেকোনো দেশের ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সার্ভিস। Worldwide Hotel Booking. ওমরা ভিসা এবং ওমরা প্যাকেজ (ভিসা, হোটেল বুকিং, ট্রান্সপোর্টেশন, মুয়াল্লিম)। Money Transfer (Cash Pickup, Bank Deposit, Bkash). †bvUvwi cvewjK| All Consulate Services (No Visa Required (NVR) Seal, Dual Citiæen, Birth Registration Certificate, MRP Passport).
এরপর তিনি বলেন, আজ আমি একটি বিশেষ ঘোষণা দিতে চাই। তা হলো, আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের ওয়েবসাইটে যারা সাইনআপ করবেন এবং সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এয়ার টিকিট পারচেজ করলে ৩০০ ডলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং থাকছে সকল আকর্ষণীয় পুরস্কার এয়ার টিকেট, ল্যাপটপ, আইপ্যাড এবং ৩০০ ডলার ক্যাশ।
সাইনআপ করবেন এবং সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এয়ার টিকিট পারচেজ করলে ৩০০ ডলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ ছাড়া থাকছে সকল আকর্ষণীয় পুরস্কার এয়ার টিকিট, ল্যাপটপ ও আইপ্যাড।
মোহাম্মদ বশির বলেন, আপনার ইতিমধ্যে জানেন, আমাদের প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রায় দীর্ঘ ১৫ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতে আপনাদের সেবা দিয়ে যাব। আমাদের এই ট্রাভেল এজেন্সি ব্যবসাকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আপনাদের সুবিধার্থে অনলাইন ট্রাভেল এজেন্সিতে কনভার্ট করেছি, যা আমাদের এই সেবাকে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি, যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। আমাদের অনলাইন ট্রাভেল এজেন্সি বা সংক্ষেপে ওটিএ (OTA) এর নাম হচ্ছে www.globaltravelbd.com.
আমাদের এই ওটিএর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার পছন্দের ফ্লাইট বুকিং করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড অথবা ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে। আমাদের এই OTA এর মাধ্যমে বিশ্বের সকল ধরনের এয়ারলাইন্সের টিকিট পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে।
আমাদের ওয়েবসাইটের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে অন্যান্য এজেন্সি, ওয়েবসাইট এবং এয়ারলাইন্স থেকে সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট। নিজের পছন্দমতো ফ্লাইট বুকিং করে নিজে টিকিট ইস্যু করার ক্ষমতা। হুইলচেয়ার এবং নিজের পছন্দমতো খাবার চয়েস করা। সাশ্রয়ী মূল্যে এক্সট্রা লাগেজ ক্রয় করা। নিজের টিকিট নিজে রিফান্ড অথবা ডেট চেঞ্জ করা এবং এর সঙ্গে থাকছে ২৪/৭ লাইভ কাস্টমার সাপোর্ট।
তিনি আরও বলেন, আমাদের অনেকগুলো সেবা রয়েছে। আমাদের সেবাসমূহ হলো যেকোনো দেশের ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সার্ভিস। Worldwide Hotel Booking. ওমরা ভিসা এবং ওমরা প্যাকেজ (ভিসা, হোটেল বুকিং, ট্রান্সপোর্টেশন, মুয়াল্লিম)। Money Transfer (Cash Pickup, Bank Deposit, Bkash). নোটারি পাবলিক। All Consulate Services (No Visa Required (NVR) Seal, Dual Citizen, Birth Registration Certificate, MRP Passport).
এরপর তিনি বলেন, আজ আমি একটি বিশেষ ঘোষণা দিতে চাই। তা হলো, আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের ওয়েবসাইটে যারা সাইনআপ করবেন এবং সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এয়ার টিকিট পারচেজ করলে ৩০০ ডলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং থাকছে সকল আকর্ষণীয় পুরস্কার এয়ার টিকেট, ল্যাপটপ, আইপ্যাড এবং ৩০০ ডলার ক্যাশ।


ঠিকানা রিপোর্ট


