Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

১০ শ্রেণির ভিসার ওপর বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের

১০ শ্রেণির ভিসার ওপর বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের
বাংলাদেশি নাগরিকদের জন্য ১০ শ্রেণির ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। ১২ জুন (বুধবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ওমান সরকারি ভিসা, পারিবারিক ভিসা, প্রকৌশলী, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, উচ্চ-আয়ের পর্যটক এবং জিসিসি দেশগুলিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসার ক্যাটাগরিতে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমান সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ঢাকার ওমান দূতাবাস তার সব্যাখ্যামূলক নোটে বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অব্যাহতিপ্রাপ্ত ভিসার ক্যাটাগরিগুলির মধ্যে রয়েছে সব সরকারি ভিসা, ফ্যামিলি ভিসা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, উচ্চ আয়ের পর্যটক এবং জিসিসি দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা।

নোটে আরও বলা হয়েছে, এখন থেকে স্থানীয় দূতাবাস রয়্যাল ওমানি পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাপেক্ষে এই বিভাগের সব ভিসার আবেদন এবং এ সম্পর্কিত নথি গ্রহণ করবে এবং প্রক্রিয়া করবে।

এ ছাড়া ওমান এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কাজ করছে বলে দূতাবাসের নোটে আশ্বস্ত করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে দেশের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করার জন্য সরকারি কার্যক্রম ব্যতীত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওমানি পুলিশ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স