ভারতের পশ্চিমবঙ্গের এক শিশুর শরীরে বার্ড ফ্লুর এইচ৯ এন২ ধরণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত মঙ্গলবার এ তথ্য দিয়েছে সংস্থাটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, তীব্র জ্বর এবং পেট ব্যথার ফলে শিশুটিকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন মাস হাসপাতালটির পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকার পর চিকিৎসকরা শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের আলামত শনাক্ত করেছে।
বাড়ি অথবা আশপাশের হাঁস-মুরগির সংস্পর্শ থেকে শিশুটি ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। সংস্থাটি আরও জানিয়েছে ওই শিশুর পরিবার বা আত্মীয় স্বজনের কারো মধ্যে শ্বাসকষ্ট বা এ সংক্রান্ত অন্যকোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তৈরির সময় ওই শিশুকে বিশেষ এই ভাইরাসের কোনো ভ্যাক্সিন বা টিকা দেওয়ার আলামত পাওয়া যায়নি।
বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঠিকানা/এসআর