Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


৪ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে ওয়াটার বাস

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে ওয়াটার বাস ছবি সংগৃহীত



 
রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে ৫০-৬০ যাত্রীবাহী একটি ওয়াটার বাস। ১৬ জুলাই রোববার রাত সাড়ে আটটার দিকে ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

জানা যায়, হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়। বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসছিল।

নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায় বলে জানান এসআই মারুফ। ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স