Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

মোদির তৃতীয় মন্ত্রিসভায় ৭২ মন্ত্রী

মোদির তৃতীয় মন্ত্রিসভায় ৭২ মন্ত্রী ছবি সংগৃহীত
ভারতের নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীসহ শপথ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বে এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। কে কোন মন্ত্রণালয় পেয়েছেন, তা পরে ঘোষণা করা হবে। রোববার (৯ জুন) তারা শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

৭৩ বছর বয়সী মোদি তৃতীয়বার জোট সরকারের নেতৃত্বে থাকবেন। ২০১৪ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) ১০ বছরের শাসনের পর প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনের বারান্দায় আয়োজিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে মোদি, পরে রাজনাথ সিং ও অমিত শাহকে শপথবাক্য পাঠ করান। চতুর্থ নেতা হিসেবে শপথ নেন নিতিন গড়করি। এরপর একে একে শপথ নিয়েছেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর ও মনোহর লাল খাত্তার।

জোট শরিকদের মধ্যে প্রথমে শপথ নেন জনতা দলের (সেক্যুলার) এইচডি কুমারস্বামী। পরে জনতা দল (ইউনাইটেড) নেতা লালন সিং। উত্তর-পূর্ব ভারতের প্রথম নেতা হিসেবে এবার শপথ নিয়েছেন সর্বানন্দ সানোয়াল। পরে শপথ নেন কিরেন রিজিজু।

মোদির মন্ত্রিসভায় আটবারের এমপি ও বিজেপির তফশিলি জাতিগোষ্ঠীর নেতা বীরেন্দ্র কুমার স্থান পেয়েছেন। মধ্যপ্রদেশের একটি সংরক্ষিত আসনে জয় পেয়েছেন তিনি।

শপথ পাঠের সময় নেতাদের সমর্থকরা হাততালি ও উল্লাস প্রকাশ করেন।

জ্যোতিরাদিত্য শিন্ডে মোদির তৃতীয় সভায় স্থান পেয়ে বিজেপিতে নিজের গুরুত্ব নিশ্চিত করেছেন। চার বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে দলটিতে যোগ দিয়েছিলেন।

ভারতকে দুবার তেল সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখা সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরি রয়েছেন নতুন মন্ত্রিসভায়। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাওয়ানও শপথ নিয়েছেন।

মোদি ও ভারতীয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

শপথ নিলেন যারা

রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গড়কড়ি
জেপি নাড্ডা
শিবরাজ সিং চৌহান
নির্মলা সীতারমন
এস জয়শঙ্কর
মনোহর লাল খট্টর
এইচ ডি কুমারস্বামী
পীযূষ গয়াল
ধর্মেন্দ্র প্রধান
জিতন রাম মাঞ্জি
রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
সর্বানন্দ সোনোয়াল
ডা. বীরেন্দ্র কুমার
কিঞ্জরাপু রাম মোহন নাইডু
প্রহ্লাদ জোশি
জুয়াল ওরাম
গিরিরাজ সিং
অশ্বিনী বৈষ্ণব
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভূপেন্দর যাদব
গজেন্দ্র সিং শেখাওয়াত
অন্নপূর্ণা দেবী
কিরেন রিজিজু
হরদীপ সিং পুরী 
মনসুখ মান্ডাভিয়া
জি কিষাণ রেড্ডি
চিরাগ পাসওয়ান
সি আর পাতিল
রাও ইন্দ্রজিৎ সিং
জিতেন্দ্র সিং
অর্জুন রাম মেঘওয়াল
প্রতাপরাও গণপতরাও যাদব
জয়ন্ত চৌধুরী
জিতিন প্রসাদা
শ্রীপাদ নায়েক
পঙ্কজ চৌধুরী
কৃষাণ পাল গুর্জর
রামদাস আটওয়ালে
রামনাথ ঠাকুর
নিত্যানন্দ রাই
অনুপ্রিয়া প্যাটেল
আর সোমান্না
ধর চন্দ্র শেখর পেমসানি
সপ সিং বাধেল
শোভা করন্দলাজে
কীর্তি বর্ধন সিং
শিশু পরিচর্যায়
শান্তার ঠাকুর
সুরেশ গোপী
এল মুরুগান
অজয় তমটা
বন্দী সঞ্জয় কুমার
কমলেশ পাসোয়ান
ভগীরথ চৌধুরী
সতীশ চন্দ্র দুবে
সঞ্জয় শেঠ
রবনীত সিং বিট্টু
দুর্গা দাস উইকে
রক্ষা খাডসে
সুকান্ত মজুমদার
সাবিত্রী ঠাকুর

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স