Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা ছবি সংগৃহীত
পাবনা সদর উপজেলার রাঘবপুরে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে নয়টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি দোকানে বসে ছিলেন। এ সময় পাশের পাটখেত থেকে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মাসুদ আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।

হত্যার কারণ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স