ঠিকানা অনলাইন : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খুলনার খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১)।
পুলিশ জানায়, ৬ মার্চ সোমবার ভোর চারটার দিকে কাকডাঙ্গা এলাকায় ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা খুলনাগামী মাছভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ইমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা/এনআই
 
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                