Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
লোকসভা নির্বাচন

ইন্ডিয়া জোটের নেতার সঙ্গে দিচ্ছি যাচ্ছেন নীতীশ, বাড়ছে জল্পনা

ইন্ডিয়া জোটের নেতার সঙ্গে দিচ্ছি যাচ্ছেন নীতীশ, বাড়ছে জল্পনা



 
ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে আগেই। এবার সরকার গঠনের পালা। একদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ, আরেকদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। সরকার গড়বে কে, তা নিয়েই দুই জোট নিজেদের শরিকদের নিয়ে বৈঠকে বসছে আজ ৫ জুন (বুধবার)। আর এসব বৈঠক নিয়ে ইতোমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশটির রাজনৈতিক মহলে।

এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে বুধবার সকালে। একদিকে এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ’র শরিক নীতীশ কুমার, অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তেজস্বী যাদব।

বিহারের এই দুই নেতা একই বিমানে দিল্লি যাচ্ছেন। আর এই খবর ফাঁস হতেই শুরু হয়েছে জল্পনা।

সংবাদমাধ্যম বলছে, একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিমানে তাদের আসনও একেবারে পর পর। যদিও তারা আলাদা আলাদা দু’টি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন।

নীতীশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলোর সঙ্গে বৈঠক করতে। অন্যদিকে তেজস্বী বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে। তবে বিহার থেকে একই বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

সর্বশেষ লোকসভা নির্বাচনে এনডিএ মোট ২৯২টি আসন জিতেছে। তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। অন্যদিকে, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন। উল্লেখযোগ্য ভাবে আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের।

লোকসভা আসনের সংখ্যার হিসাব অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে-গড়তে তৎপর হয়ে উঠেছে দু’পক্ষই।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স