হলিউড অভিনেতা নিক জোনাসকে যখন বিয়ের ঘোষণা করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তখন অনেকেই সম্পর্ক টিকবেনা বলে নাক কুঁচকেছিলেন। নিকের থেকে ১১ বছরের বড় প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে সেইসময় কাঁটাছেড়াও কম হয়নি। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে পাঁচ বছর দিব্বি সুখেই সংসার করে ফেলেছেন এই জুটি। এমনকি এক সন্তানের মা-বাবাও হয়েছেন তারা। বিভিন্ন সময় দাম্পত্যের নানা খুঁটিনাটি মুর্হুত শেয়ারও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরইমধ্যে ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল চলতি গাড়িতে বসে চুলাচুলি শুরু করেছেন নিক-প্রিয়াঙ্কা। অবশ্য মজার ছলে দুজনের এ কাণ্ড দেখে বেশ মজাই পেয়েছে নেটদুনিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাবে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন শিপের ফাইনালে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় গাড়ির ভিতর প্রিয়াঙ্কার পনিটেলটি টেনে খোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন নিক। মাঝে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালো করে দেখেও নিচ্ছেন। একটা সময় ব্যাথায় ‘ওহ’ বলে চিৎকার করে উঠতেও দেখা গেল প্রিয়াঙ্কা।
এদিকে নিক নিজেও উইম্বলডন ওমেনস ফাইনালের ছবি শেয়ার করেছিলেন নিজের প্রোফাইলে। যার মধ্যে একটি ছিল তার আর প্রিয়াঙ্কার সেলফি, অপরটি ম্যাচের দুটো রয়্যাল বক্সের টিকিট। সঙ্গে একটা ভিডিও যাতে মার্কেটা ভন্ড্রোসোভাকে ট্রফি নিতে দেখা যায়। আর সবশেষ ছবিটিতে প্রিয়াঙ্কা এবং নিক ট্রফির সামনে হাসিমুখে পোজ দিয়েছেন।
এসময় কালো প্যান্টের সঙ্গে গাঢ় সবুজ ও কালো পোশাকে প্রিয়াঙ্কা আর নিক ছিলেন বেইজ রঙের স্যুটে। এছাড়া দুজনের চোখেই ছিল সানগ্লাস এবং একটি সাদা রঙের ব্যাগ ছিল মিসেস চোপড়া জোনাসের হাতে।
প্রিয়াঙ্কাকে শেষবার প্রাইম ভিডিওর রুশো ব্রাদাসের স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করতে দেখা গিয়েছে। তাকে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অ্যাকশন কমেডি হেডস অফ স্টেট-এ তার পরবর্তী কাজের কথা রয়েছে।
ঠিকানা/এসআর