Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চীনের সঙ্গে হৃদরোগ ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি

চীনের সঙ্গে হৃদরোগ ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি
হৃদরোগ চিকিৎসায় উন্নত সেবা অর্জনের লক্ষ্যে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৫ জুলাই (শনিবার) হৃদরোগ হাসপাতালের অডিটরিয়ামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

হৃদরোগ হাসপাতালের পক্ষে পরিচালক মীর জামাল উদ্দিন ও ফুওয়াই হাসপাতালের পক্ষে ড. জিয়ানবিন প্যান এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে সার্জারি, উচ্চতর গবেষণা, স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের বিষয় নিয়ে কাজ করা হবে।

জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিন বলেন, শিশুদের হার্টের ছিদ্রসহ বিভিন্ন জন্মগত রোগ থাকে। এ ধরনের রোগের জন্য মূলত দুই ধরনের চিকিৎসা রয়েছে। একটি হলো ওপেন হার্ট সার্জারি, আরেকটি হলো ডিভাইস ক্লোজার (অপারেশনবিহীন)। অপারেশনবিহীন পদ্ধতিটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। হৃদরোগ ইনস্টিটিউট এর আগে এক হাজারের বেশি ডিভাইস ক্লোজার সার্জারি করেছে। তবে এ পদ্ধতিতে রেডিয়েশনের একটা ঝুঁকি থাকে। যা শিশু বা গর্ভবর্তী মায়েদের জন্য ক্ষতিকর। চীনের সঙ্গে এই চুক্তির ফলে আমরা রেডিয়েশনবিহীন ইকো মেশিন প্রযুক্তির সহায়তা পাব, যা রোগীদের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি চিকিৎসা পদ্ধতি আরও সহজ করে তুলবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স