Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ সোসাইটির জটিলতা নিরসনে কমিটি গঠন

বাংলাদেশ সোসাইটির জটিলতা নিরসনে কমিটি গঠন
ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র নিয়ে বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে নানা সমস্যার সৃষ্টি হলেও সমাধান করা সম্ভব হয়নি। এসব সমস্যা দিনের পর দিন ঝুলে ছিল। এ জন্য সোসাইটি বিভিন্ন সময়ে ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে, মামলা-সংক্রান্ত জটিলতায় পড়েছে। এ কারণে সোসাইটিকে বেশ মূল্য দিতে হয়েছে। তখন থেকেই সোসাইটির দায়িত্বশীলদের মধ্যে কথা ওঠে, সব সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের বিধান পরিবর্তন করতে হবে। এই বিবেচনায় বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিয়ে তারা চিন্তাভাবনা করছে।
গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে এ লক্ষ্যে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের গঠনতন্ত্রকে আরো যুগোপযোগী ও শক্তিশালী করার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সবাই সম্মতি দেন। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে রয়েছেন সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বী, সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, খোকন মুশারফ ও আজিজুর রহমান, সোসাইটির সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি ফারুক চৌধুরী এবং চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএর সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এই কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরিচালনা পরিষদের অন্য সদস্যরা।
নবগঠিত কমিটি যুক্তিযুক্ত সময়ের মধ্যে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা, উপধারা, বিধি সংশোধনের উদ্যোগ নেবে। তারা তাদের প্রস্তাবের খসড়া তৈরি করে তা উপস্থাপন করবে কার্যকরী পরিষদের কাছে। কার্যকরী পরিষদ বিষয়টি সোসাইটির আজীবন ও নিয়মিত সাধারণ সদস্যদের কাছে তুলে ধরবে। সদস্যদের ভোটে এটি পাস হলে গঠনতন্ত্র সংশোধন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ আলম লিপি, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মো. আখতার বাবুল, মো. সাদী মিন্টু ও সুশান্ত দত্ত।
এরপর সোসাইটির নিয়মিত কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গত ৫ মার্চ রোববার। সেখানে মিটিং শেষে গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্যরা সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা কার্যকরী পরিষদের নেতাদের কাছে গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারা এই কাজ সফলভাবে করতে সোসাইটির কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্যদের সাক্ষাৎকালে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, একটি মহল বিভিন্ন সময়ে গঠনতন্ত্রের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে ও এর অপব্যাখ্যা করে সোসাইটির কার্যক্রম বাধাগ্রস্ত করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সে জন্য এর সংশোধন প্রয়োজন। এ ছাড়া সদস্যদের কাছ থেকেও মতামত নিতে হবে।

কমেন্ট বক্স